টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপসেরা হয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ দল। মঙ্গলবার স্কটল্যান্ডের ডান্ডিতে স্বাগতিকদের বিপক্ষে বৃষ্টি আইনে ১৩ রানে জয় পায় আয়েশা-সানজিদারা। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্কটল্যান্ড। বৃষ্টি বাধায় ১৭ ওভারে নেমে আসা দৈর্ঘ্যের ম্যাচে ১৬ রানের মাথায় ওপেনার সানজিদা ইসলামকে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার মুরশীদা খাতুন ফিরে যান দলীয় ৪৭ রানে। তিনে নেমে নিগার সুলতানা ৩৭ বলে ৩৫ রান করে শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন। বাংলাদেশ ৪ উইকেটে ১০৪ রান তোলে। বৃষ্টির কারণে স্কটিশদের ইনিংস আরও ছোট হয়ে ৮ ওভারে নেমে আসে। ৮ ওভারে ৬৩ রানের লক্ষ্য শেষ পর্যন্ত তাদের জন্য কঠিনই হয়ে পড়ে। ৮ ওভার খেলে ৬ উইকেটে ৪৯ রান তোলে স্কটল্যান্ড। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন নাহিদা আক্তার, রিতু মনি ও খাদিজা তুল কুবরা। ম্যাচসেরা হন বাংলাদেশ দলের নিগার সুলতানা।
সম্পর্কিত খবর
টিকা উৎপাদন করবে বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
পরীক্ষা শেষে তারই মধ্যে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড নামক ওষুধ তৈরির প্রতিষ্ঠানকে চিনের করোনা টিকা উৎপাদনের অনুমতি দিয়েছে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর।
ভূমিকম্পে কেঁপে উঠল ভারত–বাংলাদেশ সীমান্ত
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল ভারত–বাংলাদেশ সীমান্ত। আর তাতে করোনার মাঝে নতুন করে ছড়াল আতঙ্ক। বুধবার সকালে কম্পন অনুভূত হয়।
বাংলাদেশ–ভারতের নয়া নৌরুটে সমৃদ্ধির আশা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
বাংলাদেশের সীমান্তরেখা লাগোয়া ভারতের সোনামুড়া স্থলবন্দর। এটির অবস্থান ত্রিপুরার পূর্ব–পশ্চিম প্রান্তে। দু’দেশের স্থলবন্দরের পাশেই ত্রিপুরা থেকে নেমে আসা গোমতী নদী।