সারা আলি খান এবং কার্তিক আরিয়ানে অভিনীত ছবি ‘লাভ আজ কাল’ ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে। তবে ছবি মুক্তির আগেই সেন্সর বোর্ড চোখ রাঙালো। ছবিতে উঠে আসা সারা-কার্তিকের দীর্ঘ চুম্বনের দৃশ্য এবং অভিনেত্রীর যৌন দৃশ্য কেটে বাদ দেয়ার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের নির্দেশিকায় জানানো হয়েছে, শুধু সারা-কার্তিকের যৌন দৃশ্যই নয়, ছবি থেকে যৌন সুরসুরি দেয়া ডায়ালগও সরাতে হবে। ছবিতে দৃশ্যমান সারার ক্লিভেজও কিছুটা আবছা করতে বলা হয়েছে। এখানেই শেষ নয়, কার্তিক কিংবা সারা পোশাক বদলাচ্ছেন ছবির এমন বেশকিছু দৃশ্যও কেটে বাদ দিতে বলা হয়েছে।
ইতোমধ্যেই সেন্সর বোর্ডের নির্দেশ মেনে ছবির নানান দৃশ্য পরিচালক ইমতিয়াজ আলি কাটছাঁট করে ফেলেছেন বলে জানা যায়। ছবির ডায়ালগে ব্যবহৃত ‘f**k’, ‘f*****g’ মত শব্দগুলোর সাউন্ড বন্ধ করে দেয়া হয়েছে বলেও জানা যাচ্ছে। বেশ কিছুক্ষেত্রে এই শব্দগুলো বদলে ‘হারামজাদে’, ‘শাল ‘, ‘বেশরমে’-মত শব্দে বদলে ফেলা হয়েছে বলেই জানা যাচ্ছে। ছবির ট্রেলারে চোখ রাখলে দেখা যাচ্ছে, সেখান থেকেও সরিয়ে ফেলা হয়েছে বেশকিছু শব্দ।