ভারতীয় সেনাবাহিনীর এনকাউন্টারে নিকেশ হল তিন জৈশ জঙ্গি। ঘটনাটি ঘটেছে পুলওয়ামা জেলার অবন্তিপুরায়। আল–কায়দার জম্মু–কাশ্মীর শাখার প্রধান হামিদ লেলহারি এবং তার দুই সঙ্গী নিকেশ হয়েছে বলে খবর। আনসার গাজওয়াত–উল–হিন্দের প্রাক্তন প্রধান জাকির মুসার উত্তরসূরি ছিল লেলহারি। গোপন সূত্রে খবর পেয়ে গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। চার ঘণ্টা ধরে টানা গুলির লড়াই চলে। দীর্ঘ গুলির লড়াইয়ের পর সেনাবাহিনীর গুলিতে খতম হয় তিন জঙ্গি।
সেনাবাহিনী সূত্রে খবর, সেই সংঘর্ষেই লেলহারি এবং তার দুই সঙ্গী নিকেশ হয়। জম্মু–কাশ্মীর পুলিশ সূত্রে খবর, জঙ্গিরা যেখানে লুকিয়ে ছিল সেখান থেকে প্রচুর অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার হয়েছে। এলাকায় আর কোনও জঙ্গি আত্মগোপন করে আছে কি না, তা খতিয়ে দেখতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা। সেনাবাহিনীর গুলিতে খতম হওয়া জঙ্গিদের নাম নাভিদ তাক, হামিদ লেলহারী এবং জুনাইদ ভাট।
২০১৬ সালে হিজবুল কম্যান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর জাকির মুসাকে দায়িত্ব দেওয়া হয়। ২০১৭ সালে কাশ্মীরে আল–কায়দার প্রধান হিসেবে নিযুক্ত করা হয় জাকিরকে। ২৩ মে দক্ষিণ কাশ্মীরের ত্রালে সেনার গুলিতে নিহত হয় জাকির। তার মৃত্যুর পর জম্মু–কাশ্মীরে জঙ্গি নেটওয়ার্ক চালানোর জন্য আনসার গাজওয়াত–উল–হিন্দের কম্যান্ডার বানানো হয় পুলওয়ামার বাসিন্দা লেলহারিকে।