বিনোদন

সৃজিত – মিথিলার বিয়ে আজ সন্ধ্যায়

বাংলাদেশী অভিনেত্রী, সঙ্গীতশিল্পী মিথিলাকে ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি বিয়ে করবেন নির্মাতা সৃজিত মুখার্জি এমন খবর এর আগে শোনা গেলেও আজ শুক্রবার সন্ধ্যায় বিয়ে করছেন সৃজিত-মিথিলা। গণমাধ্যমকে আজকের বিয়ের খবর নিশ্চিত করেছেন পাত্র-পাত্রী দু’জনই।

এরই মধ্যে কলকাতায় অবস্থান করছেন মিথিলার পরিবারের সদস্যরা। ঢাকা থেকে নিয়ে এসেছেন ২ কেজি ওজনের ৪টি ইলিশ। বিয়েতে উপস্থিত থাকবেন সৃজিতের মা, দিদি, অভিনেতা রুদ্রনীল, শ্রীজাত, যীশু, নীলাঞ্জনা, অনুপম ও প্রিয়া। এছাড়া মিথিলার বাবা-মা ও মিথিলার মেয়ে আয়রাও থাকবে। এছাড়া বিয়ে প্রসঙ্গে বলা হয়েছে, আজ সন্ধ্যায় রেজিস্ট্রি বিয়ে হচ্ছে। বিয়ের অনুষ্ঠান বেশ বড় করে পরে পালন করা হবে।

বিয়ের বিষয়ে সৃজিত বলেন, যদিও ঘটনাটা ঘটছে ভারতবর্ষে, কিন্তু ঘটা উচিত ছিল কলম্বিয়ায়। কারণ বিয়েটা হচ্ছে রেজিস্ট্রি করে। মিথিলা বলেন, আমি আর সৃজিত আমরা দুজনেই কাজ পাগল মানুষ। আবার দুজনেই ভীষণ অলস। এটা বলে বোঝানো যায় কিনা জানি না। এতেই আমাদের আসল মিল।