বিনোদন

সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

নানা গুঞ্জনের অবসান ঘটিয়ে গত বছর ৬ ডিসেম্বর জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি বিয়ে করেন বাংলাদেশের জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। সৃজিতের দক্ষিণ কলকাতার বাড়িতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে রেজিস্ট্রি করা হয়। দুই পরিবারের ঘনিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন। বিয়ের পরদিনই হানিমুন করতে সৃজিত-মিথিলা সুইজারল‌্যান্ড উড়াল দিয়েছিলেন। ব্যস্ততার কারণে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা যায়নি বলে সেসময় সবাইকে জানিয়েছিলেন সৃজিত। অবশেষে তাদের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি সন্ধ্যেয় সৃজিতের রাজকুটিরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই মধ্যে নিমন্ত্রণপত্রও ছাপা হয়েছে। নিমন্ত্রণপত্রের শিরোনাম দেওয়া হয়েছে, বসন্ত এসে গেছে।

নিমন্ত্রণপত্রের কথাগুলোতে রয়েছে সৃজনী স্পর্শ। নিমন্ত্রণপত্রের শুরুটা হয়েছে এভাবে- ‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’

নিমন্ত্রণপত্রে আরও লেখা হয়েছে, ‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই আসলে বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভুরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’। তার ব্যবস্থা হয়ে গেছে।’

সবশেষ লেখা হয়েছে, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- সৃজিত কমিশন।’