সৃজিত ও মিথিলার বিয়ে নিয়ে কলকাতা ও ঢাকার মিডিয়া আলোচনায় বেশ সরব হয়েছে। তারকারাও এই দুজনের নতুন পথচলায় শুভ কামনা জানাচ্ছেন। জনপ্রিয় কণ্ঠশিল্পী অনুপম রায় সৃজিতের সাথে একটি ছবি পোস্ট করে লিখেছেন, সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে।
তিনি দুজনের ছবি ফেসবুকে দিয়ে লিখেছেন, “No points for guessing who is getting hitched today! সৃজিতদার জীবনে বসন্ত এসে গেছে! অভিনন্দন কমরেড!”
সৃজিতের অনেকগুলো ছবিতে গান করেছেন অনুপম রায়। তাই স্বাভাবিকভাবেই তাদের বন্ধুত্বের জায়গাটার বন্ধন বেশ শক্ত। আর সেজন্যই শুভ কামনা জানাতে ভোলেননি অনুপম। এছাড়াও চতুষ্কোন চলচ্চিত্রের জনপ্রিয় গান বসন্ত এসে গেছে। সৃজিত মুখার্জি পরিচালিত এই গানের কথা, গাওয়া ও সংগীত আয়োজন করেছেন অনুপম।