ব্রেকিং নিউজ

সুজন–সহ ১৫০ জন গ্রেপ্তার

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে আটক হলেন সুজন চক্রবর্তী, সপ্তর্ষি দেব–সহ ১৫০ জন বাম নেতা, সমর্থক। পুলিশের হাতে আক্রান্ত হয়েছেন বলে দাবি করেছেন শতরূপ ঘোষও। তিনি কসবায় আক্রান্ত হন বলে দাবি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা। বেঞ্চ এবং সাইকেল রেখে গেট আটকে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডে ধর্মঘটের সমর্থনে মিছিল করেন বাম কর্মী–সমর্থকরা। পরে যাদবপুর স্টেশনে অবরোধ করেন তাঁরা। ফলে আটকে যায় দু’‌টি ট্রেন। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান বাম কর্মীরা। তখন সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে আটক করে পুলিশ।
পুলিশের গাড়ি এবং বাসে ব্যাপক ভাঙচুর চালান ধর্মঘট সমর্থকরা। বাধা দিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তাঁরা। মারমুখী ধর্মঘটীদের লাঠিচার্জ করে পুলিশ। নামানো হয় র‌্যাফ। আটক করা হয় সিপিএম নেতা সুজন চক্রবর্তী–সহ বেশ কয়েকজনকে। তাঁদের লালবাজারে নিয়ে যাওয়া হয়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বাম কর্মী, সমর্থকদের। আটক করে তাঁদের লালবাজারে নিয়ে যায়।
অন্যদিকে সকাল ১১টায় ধর্মঘটের সমর্থনে এন্টালি থেকে মিছিল করেন বিমান বসু–সহ একাধিক বামপন্থী নেতারা। নিউটাউন সংকল্প মোড়ের কাছে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বাম সমর্থকরা। গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেবের নেতৃত্বে চলছিল অবরোধ–বিক্ষোভ। পুলিশ বিক্ষোভ ছত্রভঙ্গ করতে গেলে ধস্তাধস্তি বেঁধে যায়। তখন গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব সহ ৭ জনকে আটক করে নিউটাউন থানার পুলিশ।