খেলার শেষ ওভারের প্রথম দুই বলে দুই উইকেট হারিয়ে কিউইদের মনে যখন পরাজয়ের শঙ্কা, তখনই পরপর দুই বলে ছক্কা-চার হাঁকিয়ে সব শঙ্কা দূর করেন স্যান্টনার। দুই বল খরচ না করেই ৪ উইকেটে ম্যাচ জেতে অতিথিরা। এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজও জিতেছে টিম সাউদি-স্যান্টনাররা।
পাল্লাকেলেতে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৯ উইকেটে ১৬১ রান করে। কুসাল মেন্ডিস শুরুটা ভালো করলেও ম্যাচ বড় করে আসতে পারেননি। ৩৬ রানে এই লঙ্কান ওপেনার সাজঘরে ফিরলে স্কোরবোর্ডে আর মাত্র ৪ রান যোগ করে একই পথে হাঁটেন আরেক ওপেনার কুসাল পেরেরাও। এরপর আভিশকা ফার্নান্দে (৩৭ রান) ও নিরোশাল ডিকভেলার (৩৯ রান) ব্যাটে চড়ে কিউইদের ১৬২ রানের লক্ষ্য দেয় শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে ধনাঞ্জয়ার ঘূর্ণির মধ্যে পড়ে যান নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দলের ৩৮ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটেও চলে যায় তারা। তবে নিউজিল্যান্ডকে পথ দেখান ডি গ্র্যান্ডহোম। ৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকার করা নিউজিল্যান্ডের টিম সাউদি হন ম্যাচসেরা।