বিনোদন

সিনেমা দেখে কাঁদলেন আদবানী

সিনেমায় দেখানো হয়েছে কীভাবে ঘর ছাড়তে হয়েছিল কাশ্মীরি পণ্ডিতদের। পাশাপাশি প্রদেশটির এক পণ্ডিত দম্পতির সুখের সংসার কীভাবে তছনছ হয়ে যায় সেটাই এই ছবিতে দেখানো হয়েছে। ছবির নাম ‘শিকারা’। বিধু বিনোদ চোপড়া পরিচালিত নতুন ছবি এটা। মুক্তির পর ছবিটা নিয়ে বিতর্ক কম হয়নি। ছবি বয়কট করার জন্যও অনেকে সরব হয়েছেন।

রাহুল পন্ডিতার লেখা ‘আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস’ এর উপর ভিত্তি করেই বিধু বিনোদ চোপড়া নির্মাণ করেছেন ‘শিকারা’। সম্প্রতি বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি ছবিটা দেখলেন। ছবিটা দেখার পর তার চোখে জল এসেছে বলে তিনি জানান। সম্প্রতি ছিল এ ছবির স্পেশাল স্ক্রিনিং। স্পেশাল এই শো দেখতে গিয়েছিলেন এলকে আদবানী। সেখানেই ছবি দেখে আদবানি কেঁদে ফেলেন। বিধু বিনোদ চোপড়া একটি ভিডিও ট্যুইট করেছেন। সেখানে দেখা যাচ্ছে আদবানি কাঁদছেন। আর তাকে পরিচালক সান্ত্বনা দিচ্ছেন।

জানা গেছে, ১১ বছর আগে শিকারা ছবির নির্মাণ কাজ শুরু হয়। এগারো বছর পর নির্মাণ শেষে ছবিটা অবশেষে পর্দায় এলো। কাশ্মীরী পণ্ডিতদের ঘরছাড়া হবার ঘটনাই এই সিনেমার প্রেক্ষিত। উচ্চবর্ণের হিন্দুদের উপর মুসলিমরা যেভাবে অত্যাচার করেছিলেন, রাতের অন্ধকারে ঘর পুড়িয়ে দেওয়া থেকে মহিলাদের হেনস্থা সবই পরিচালক তুলে ধরেছেন এই সিনেমায়।