কূটনৈতিক স্বস্তি পেল ভারত। কারণ নাগরিকত্ব সংশোধিত আইন নিয়ে আনা প্রস্তাবের উপর এখনই ভোটাভুটি হচ্ছে না ইউরোপিয়ান ইউনিয়নের সংসদে। মার্চ পর্যন্ত ভোটাভুটি স্থগিত করা হয়েছে। ফলে বৈদেশিক চাপ বৃদ্ধি থেকে সাময়িক মুক্তি পেল নরেন্দ্র মোদীর সরকার।
জানা গিয়েছে, পাঁচটি গুরুত্বপূর্ণ দল নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতায় প্রস্তাব এনেছিল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টে। ৭৫১ সদস্যের মধ্যে অধিকাংশ সংসদ বিরোধিতায় আছেন। ভোটাভুটির প্রস্তাবে উপস্থিত ৪৮৩ জন সাংসদের মধ্যে ভোট স্থগিত করার পক্ষে ভোট দেন ২৭১ জন। ১৯৯ জন প্রস্তাব স্থগিতে আপত্তি জানান এবং ১৩ জন ভোটদানে বিরত থাকেন।
যদিও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রস্তাব আনার জন্য পাক অধিকৃত কাশ্মীরের বংশোদ্ভূত শাফাক মহম্মদকে দায়ী করেছে ভারত। নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী প্রস্তাব আনেন ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্টের অধিকাংশ সদস্য। তাঁরা সরব হন কাশ্মীর নিয়েও। আগামী মার্চে ভারত–ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সরকারি সূত্রে খবর, এই ব্যাপারে পুনরায় ভাবনাচিন্তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে আর্জি জানিয়েছে দিল্লি। সংসদের দুই কক্ষে বিতর্কের পর গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই এই আইন গ্রহণ করা হয়েছে বলে মনে করিয়ে দেওয়া হয়েছে।