নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে শেষ হচ্ছেই না বিতর্ক ও বিক্ষোভ। অভিনেত্রী ও সাবেক কংগ্রেস নেত্রী ঊর্মিলা মাতণ্ডকর এবার সিএএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন।
মহাত্মা গাঁধীর মৃত্যুবার্ষিকীতে পুণের গান্ধী ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এসে ঊর্মিলা বলেন, ‘মহাত্মা গাঁধীর আদর্শ এখনও বেঁচে রয়েছে। যারা সিএএকে সমর্থন করেন, সেই সব ব্যক্তিকে এবং তাদের নেতাদেরও রাজঘাটে (মহাত্মা গান্ধীর সমাধিস্থল) যেতে হবে এবং তাকে উপযুক্ত সম্মান জানাতে হবে।’
ঊর্মিলার মতে হিন্দুধর্মের প্রকৃত অনুরাগী ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। নাথুরাম গডসের (গান্ধীর হত্যাকারী) কথাও টেনে এনে ঊর্মিলা বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, নাথুরামও কিন্তু হিন্দু ছিল।’
সিএএ’র তীব্র নিন্দা করে ওই অনুষ্ঠানে ঊর্মিলা বলেন, ‘ইতিহাস রাওলাট আইন ভুলে যায়নি। সিএএও সেই আইনের মতোই কালো আইন।’ তার মতে নাগরিকত্ব সংশোধনী আইন ‘ভারতীয়ত্ব’কেই চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। কোনও অবস্থাতেই এই আইনকে যে তিনি সমর্থন করেন না, সে কথাও জানান ঊর্মিলা।