মার্কিন প্রেসিডেন্টের দিল্লির সফরের মধ্যেই সিএএ’র সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ অগ্নিগর্ভ আকার নিল রাজধানীর মৌজপুরে। সোমবার রাজধানীর উত্তর–পূর্বে জাফরাবাদের গোকুলপুরি, মৌজপুর এবং ভজনপুরা এলাকায় বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। তাতে রতনলাল নামের এক হেড কনস্টেবলের মৃত্যু হয়েছে। আহত এক ডিসিপি পদ মর্যাদার অফিসারও। আগুন দেওয়া হল গাড়ি, অটোতে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
জানা গিয়েছে, বিক্ষোভকারীদের ছোঁড়া ইটের আঘাতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। যদিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও’য় দেখা গিয়েছে, পিস্তল হাতে এক বিক্ষোভকারী পুলিশের দিকে এগিয়ে যাচ্ছে। মোট আটবার গুলি চালিয়েছে সে। উল্লেখ্য, শনিবার রাত থেকেই উত্তরপূর্ব দিল্লির জাফরাবাদে সিএএ বিরোধী আন্দোলনে নেমেছেন মহিলারা। রবিবার সেখানে পাথর ছোঁড়ে সিএএ’র সমর্থক একদল জনতা। এই নিয়ে উত্তেজনা তৈরি হয়। পুলিশ লাঠিচার্জ করে, কাঁদানে গ্যাসের সেল ফাটিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে। সোমবার আবার শুরু হয়ে যায় সংঘর্ষ।
বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে একাধিক পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। বিক্ষোভকারীরা একাধিক গাড়ি এবং দোকানে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ। ভাইরাল কিছু ভিডিয়োতে একদল যুবককে জয় শ্রী রাম বলতে শোনা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। বিক্ষোভকারীদের হঠাতে ছোঁড়া হয় কাঁদানে গ্যাসও। জাফরাবাদ ও মৌজপুর মেট্রো স্টেশনের মধ্যে দুপক্ষের সমর্থকদের মধ্যে শুরু হয় পাথর নিক্ষেপ। গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। দুটি ঘর ও দমকলের একটি গাড়ি জ্বালিয়ে দেয় জনতা। রাজধানীর ১০টি এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গুজরাট থেকে ফিরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি বৈঠক করবেন বলে খবর।