বাংলাদেশের কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার পথে ১০ নারীসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে কোস্ট গার্ড। শনিবার রাত ৮টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়ার এলাকায় সমুদ্র সৈকতের তীর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা গত দুই বছর আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গিয়েছে। কোস্ট গার্ড টেকনাফ স্টেশন কমান্ডার লে. সোহেল রানা সাংবাদিকদের জানান, শনিবার রাতে সাগর পথে মালয়েশিয়া পাড়ি দিতে টেকনাফ হাবিবছড়া এলাকা দিয়ে রোহিঙ্গাদের একটি দল সমুদ্রে পথে মালেয়শিয়া যাবার প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন তাদের বাঁধা দেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করা হয়।
সম্পর্কিত খবর
রোহিঙ্গাদের আর বাংলাদেশে আশ্রয় নয়
Posted on Author নিজস্ব সংবাদদাতা
এবার দেশের মানুষকে বাঁচাতে কড়া পদক্ষেপ করল বাংলাদেশ। স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সালে মায়ানমার সেনাদের নির্যাতনের মুখে পড়ে নাফ নদী পেরিয়ে প্রায় ২ লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। হৃদয়বান বাংলাদেশ তখন তাদের আশ্রয় দেওয়া হয় কক্সবাজারের টেকনাফের পাহাড়ি অঞ্চলে। ২০১৭ সালে এখানে যোগ দেয় আরও ৯ লাখ রোহিঙ্গা।
বিবিসির ১০০ নারী: তালিকায় রোহিঙ্গা ক্রিকেটার জেসমিন
Posted on Author নিজস্ব সংবাদদাতা
২০১৯ সালে বিশ্বে আলোচনার কেন্দ্রে থাকা যে ১০০ নারীর তালিকা তৈরি করেছে বিবিসি – তাতে স্থান পেয়েছেন মিয়ানমার থেকে বাংলাদেশে শরণার্থী হয়ে আসা পরিবারের সন্তান জেসমিন।
ফের রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাল বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবির থেকে পঞ্চম দফায় নোয়াখালির ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় অন্তত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গার একটি দল।