আগামী ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ‘তানহাজি’। ওই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন অজয়, কাজল এবং সাইফ। কিন্তু মাঝপথেই ছবির প্রচার ছেড়ে সাইফ সুইজারল্যান্ডে রওনা দেন। আর এতেই বিরক্ত কাজল।
সামাজিক মাধ্যমে সাইফকে উদ্দেশ্য করে কাজল লেখেন, ‘তুমি আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। যেমনটা করেছিলে ‘ওমকারা’ ছবির সময়ে। আশা করব, সুইজারল্যান্ডে বসে তুমি এই খবরটি পড়বে।’
ওদিকে প্রমোশনকে পেছনে ফেলে নবাব তার বেগমকে নিয়ে ছুটি কাটাতে ব্যস্ত আছেন। আপাতত বরফের দেশে আনন্দ করছেন সাইফ-করিনা, সঙ্গে রয়েছে তৈমুর ও কারিশমা।