পরিবেশ ব্রেকিং নিউজ

সরস্বতী পুজোয় বৃষ্টির ভ্রুকুটি

এখন মাঘ মাস চলছে। অর্থাৎ শীতের বিদায় আসন্ন। এই অবস্থায় ঘুরে দাঁড়িয়েছে ঠান্ডা। তারই মধ্যে আগামী ৪৮ ঘণ্টা ফের ঠান্ডার পূর্বাভাস। বইছে হিমেল বাতাস। উত্তুরে হাওয়ার বাধা কাটিয়ে আগামী ৪৮ ঘণ্টায় পাহাড় থেকে সমতলে জাঁকিয়ে শীত পড়বে। সপ্তাহ শেষে ২ থেকে ৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে। শনিবার দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, এক ধাক্কায় ৩ ডিগ্রি পারদ পতন হয়েছে। আগামী সপ্তাহে অর্থাৎ ২৮ থেকে ৩০ জানুয়ারি জম্মু–কাশ্মীরে একটি পশ্চিমি ঝঞ্ঝা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন বঙ্গোপসাগরেও বিপরীত ঘূর্ণাবর্তও তৈরি হতে চলেছে। ফলে দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। ঠান্ডা হাওয়া এবং সমুদ্রের জলীয় বাষ্পের সংস্পর্শে তৈরি হবে মেঘ। ফলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সরস্বতী পুজোতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির জেরে তাপমাত্রার পারদও কিছুটা নামবে। হারকাঁপানো শীতের মাঝেই বৃষ্টির পূর্বাভাস চাপে ফেলবে।
উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই শীত শীত ভাব ছিল। রাতের দিকে পারদ আরও নিম্নমুখী হয়। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শনিবার সকাল থেকে সমগ্র রাজ্যে নেমেছে তাপমাত্রার পারদ। দার্জিলিঙের সর্বোচ্চ তাপমাত্রা ১.৮ ডিগ্রি সেলসিয়াস।