লিড নিউজ

সরস্বতী পুজোয় টানা পাঁচ দিন ছুটি ঘোষণা নবান্ন’‌র

সরস্বতী পুজোর ছুটি নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা পরিষ্কার করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা হল, সরকারি কর্মচারীদের জন্য সুখবর। আসন্ন সরস্বতী পুজোর ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরস্বতী পুজো উপলক্ষ্যে আরও একদিন ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ৩০ এবং ৩১ জানুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার এবং শুক্রবার দু’দিন ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার যুক্ত হল বুধবারও। এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
আগামী বুধবারও বিভিন্ন জায়গাতেই সরস্বতী পুজোর আয়োজন হবে। সেই কারণেই এই বাড়তি ছুটি বলে জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। ফলে পর পর তিনদিন ছুটির সঙ্গে শনিবার এবং রবিবার যুক্ত হয়ে গিয়ে ছুটির তালিকা মোট পাঁচ দিনের দাঁড়াল। দীঘা, মন্দারমণি, তাজপুর বা বকখালি ঘুরে আসার জন্য এই ছুটি আদর্শ বলে মনে করছেন অনেকে।
সরকারি ক্যালেন্ডারে ৩০ জানুয়ারি সরস্বতী পুজো উপলক্ষ্যে ছুটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে, তিথি অনুযায়ী ২৯ জানুয়ারি এবং ৩০ জানুয়ারি সরস্বতী পুজো। তাই পুজোয় আদৌ অফিস যেতে হবে কি না, তা নিয়েই তৈরি হয়েছিল বিভ্রান্তি। নতুন বিজ্ঞপ্তি জারি করে নবান্ন জানিয়ে দিল, রাজ্য সরকারি কর্মচারীদের ২৯ জানুয়ারি, বুধবার এবং ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার ছুটি। যেকোনও পুজোর পরেরদিনও ছুটি দেয় রাজ্য সরকার। তাই ৩১ জানুয়ারি, শুক্রবারও ছুটি ঘোষণা করা হয়েছে। শনিবার–রবিবার এমনিই ছুটি। একধাক্কায় পাঁচদিনের ছুটি মিলল।