আজ শনিবার অযোধ্যা মামলার রায় দিচ্ছে সুপ্রিম কোর্ট। অযোধ্যার মন্দির-মসজিদ রায়দানকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের সমস্ত স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে সোমবার পর্যন্ত। কোনওরকমে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশ সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষা এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে বন্ধপরিকর রাজ্য প্রশাসন। আইশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”। রায়দানকে কেন্দ্র করে উত্তরপ্রদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে রাজ্যজুড়ে ১২,০০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
