নির্বাচন চলাকালীন অশান্তি শুরু হল দিল্লিতে। বুথের বাইরে এক ব্যক্তিকে সপাটে চড় মারলেন কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। ওই ব্যক্তিকে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লির মজনু কা টিলার একটি বুথে গিয়ে গোলমাল বাধিয়ে দিলেন কংগ্রেস নেত্রী অলকা লাম্বা। অলকা বুথে পৌঁছলে অলকাকে দেখে চিৎকার করতে থাকেন এক ব্যক্তি। তখনই এই অপ্রীতিকর ঘটনা ঘটে বলে অভিযোগ।
জানা গিয়েছে, ওই ব্যক্তি আপ কর্মী। অভিযোগ, বুথের বাইরে অলকা লাম্বাকে লক্ষ্য করে গালিগালাজ করেন। তখনই অলকা চড় কষান। এই ভিডিও ভাইরাল হয়ে পড়ে। সেখানে দেখা যায়, বুথের বাইরে কথা বলছিলেন অলকা লাম্বা। তখন ভিড় থেকে এক ব্যক্তি তাঁকে লক্ষ্য করে কুকথা বলতে থাকেন। আর তা সহ্য করতে না পেরে ওই ব্যক্তিকে থাপ্পড় মারতে উদ্যত হন অলকা। ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে পুলিশ। তখনই আপ সমর্থকরা গিয়ে পুলিশকে ঘিরে ধরে। অলকা লাম্বা ও কংগ্রেস সমর্থকরা ওই ব্যক্তির দিকে তেড়ে যান।
উল্লেখ্য, দিল্লির চাঁদনি চক কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন আপ নেতা সঞ্জয় সিং। গত অক্টোবর মাসেই আম আদমি পার্টি ছেড়ে কংগ্রেসে যোগ দেন অলকা লাম্বা। ২০১৫ সালে তিনি চাঁদনি চক থেকে বিধানসভা নির্বাচনে জেতেন।
