বিনোদন

শ্রীলেখাও ডিপ্রেশনের রোগী

অভিনেতা সুশান্ত সিং রাজপুত রহস্যজনকভাবে মারা গেছেন। পুলিশের দাবি, হতাশা থেকে আত্মহত্যা করেছেন সুশান্ত। তার মৃত্যুতে শোকপ্রকাশ করে অভিনেত্রী শ্রীলেখা মিত্র জানিয়েছেন তিনিও ডিপ্রেশনের রোগী।

শ্রীলেখার কথায়, ‘সুশান্তের খবরটা জানার পর থেকে খুব কষ্ট হচ্ছে। সত্যি খুব কষ্ট হচ্ছে। বারবার নিজের মনটাকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছি। সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছি। কারণ ওর হাসি মুখের ছবিটা দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে।’

শ্রীলেখা বলেন, ‘আমার মনে হয় কোনও একটা মাত্র কারণের জন্য কেউ এরকম একটা কাজ করে না। এর পেছনে অনেক কারণ আছে। যদিও এখনও পোস্ট মর্টেমের রিপোর্টটা পাওয়া যায়নি। তবে ডিপ্রেশন এখন মর্ডান লিভিংয়ের একটা পার্ট হয়ে গেছে। আমরা ছোটবেলায় জানতাম না ডিপ্রেশন খায় না গায়ে মাখে।’

তিনি বলেন, ‘এই যৌথ পরিবার থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে একা থাকার ইচ্ছে কিংবা এই ভার্চুয়াল দুনিয়ার মধ্যে থাকা, এই সবকিছুই ডিপ্রেশনের একটা কারণ। একটা স্মল টাউন ছেলে বোম্বেতে এসেছিল, আমরা তো সবসময় লোকের বাইরেটা দেখি, তাই ভেতরে কী চলছে বুঝতে পারি না। সফল-বিফল কোনো ব্যাপারই না। যতই টাকা পয়সা, নাম-যশ থাকুক না কেন মানসিক কষ্টটা কোনও কিছু দিয়েই দূর করা যায় না। তাই এখন মানুষের কথা বলার লোকের খুব প্রয়োজন।’

তার কথায়, ‘কথা বলার লোকের এখন খুব অভাব। সবাই এখন আমরা ভার্চুয়াল দুনিয়ায় কথা বলি। তাই কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে বোঝাটা খুব কঠিন। তাই সামনাসামনি বসে কথা বলার মত বন্ধু আমাদের খুব দরকার। আমাদের এখন সবাইকে আরও একটু বেশি সহমর্মী হতে হবে।’