রাজ্য

শ্যামার পাল্টা মাস্টার দা

কলকাতা বন্দরকে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই দাবি করল, নাম হোক মাস্টার দা সূর্য সেন বন্দর। এমনকী দাবিকে বাস্তবায়িত করতে এসএফআই কলকাতা বন্দরে সূর্য সেনের ফলকও বসানোর পরিকল্পনা করেছে তারা।
উল্লেখ্য, পোর্ট ট্রাস্টের ১৫০ বছর উদযাপন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, কলকাতা বন্দরের নাম হতে চলেছে শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে। কিন্তু বামপন্থীরা দাবি করে থাকেন, বাংলাভাগের মূল কারিগর শ্যামাপ্রসাদ। পাল্টা গেরুয়া শিবিরের দাবি, শ্যামাপ্রসাদ না থাকলে পশ্চিমবঙ্গ হত না। বাঙালি হিন্দুদের রক্ষা করেছেন। এবার এসএফআইয়ের নতুন পোস্টারে রাখা হয়েছে সূর্য সেনকে। আরর নতুন স্লোগান, তোমরা চাপাবে শ্যামাপ্রসাদ, কিন্তু মোদের রক্তে মাস্টার দা।
যেখানে চে গেভারার মুখই দেখা যায় এসএফআইয়ের মিটিং–মিছিলে। সেখানে এসএফআইয়ের মুখ এবার সূর্য সেন। ছোট ছোট পড়়ুয়াদের নিয়ে দেশের জন্য জীবন দিয়েছিলেন চট্টগ্রামের মাস্টার দা। এসএফআইয়ের রাজ্য সভাপতি প্রতীকূর রহমানের কথায়, ওরা যখনই কলকাতা বন্দরের নাম শ্যামাপ্রসাদের নামে করবে, আমরা গিয়ে মুছে দেব। আমরা চাইছি, মাস্টার দা পোর্ট ট্রাস্ট।
আগামী ২৩ জানুয়ারি দেশপ্রেম দিবসের ডাক দিয়েছে বামেরা। ওইদিন মানববন্ধন করা হবে সূর্য সেনের পোস্টারে। বন্দর চত্বরে রেখে আসা হবে সূর্য সেনের মূর্তিও। বিজেপি’‌র অবশ্য কটাক্ষ, যাক তাও ভাল! বামেরা অন্তত বিদেশি নেতাদের ছেড়ে সূর্য সেনকে নিয়েও ভাবছে। এটাই আমাদের ক্যারিশ্মা।