বাংলাদেশ

শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত

বাংলাদেশে শিশুদের টিকাদান কর্মসূচির অনন্য সাফল্যের জন্য দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননায় ভূষিত হয়েছেন। জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনাকে এই পুরস্কার দেয় গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)। এ বিষয়ে গণমাধ্যমে জানানো প্রতিক্রিয়ায় এ পুরস্কার দেশবাসীর প্রতি উৎসর্গ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। গতকাল সোমবার শেখ হাসিনাকে এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাতে পুরস্কারটি তুলে দেন জিএভিআই বোর্ডের চেয়ার নগচি ওকোনজো-আইয়েলা। ভ্যাকসিন অ্যালায়েন্স নামে পরিচিত সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা জিএভিআই টিকাদান কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বে কোটি কোটি শিশুর জীবন রক্ষায় ভূমিকা রাখছে।