করোনাভাইরাসের আতঙ্ক ছড়ানোর আগেই নিউজিল্যান্ডে শুটিং শুরু করার কথা ছিল ‘অ্যাভাটার টু’র। সে মোতাবেক নিউজিল্যান্ডে প্রস্তুতিও সেরে ফেলেছিলেন পরিচালক জেমস ক্যামেরুন। কিন্তু করোনাভাইরাসের কারণে বন্ধ করে দেওয়া হয় কাজ।
পরিচালক জেমস ক্যামেরুন আবারও দিলেন সুসংবাদ। লকডাউন হালকা হতেই ফের শুটিংয়ের কথা ভেবে ৫০ জনের একটি টিম নিয়ে স্পেশাল ফ্লাইটে নিউজিল্যান্ড পাড়ি দিয়েছেন পরিচালক।
‘অ্যাভাটার’ তৈরি হয়েছিল ২০০৯ সালে। তারপর প্রায় ১১ বছর কেটে গিয়েছে। অনেক আগেই পরিচালক জানিয়েছিলেন ছবিটির সিক্যুয়েল আসবে।
হলিউডের রেকর্ড করা সিনেমা ‘অ্যাভাটার’। জেমস ক্যামেরনের এ ছবি দুনিয়াজুড়ে দর্শক মাতিয়েছে। দারুণ এক গল্পে টানটান উত্তেজনার সিনেমা এটি। থ্রিডিতে মুক্তি পাওয়া এই ছবিটি ব্যবসায়িকভাবেও ছিল সফল।