এবার দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অর্থাৎ আগামীকাল সকাল ৯টায়। সেক্ষেত্রে লকডাউনের মেয়াদ বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। অন্য একটি সূত্র অবশ্য দাবি করছে, বাড়বে না। বরং মেয়াদ শেষের ঘোষণা থাকবে ভিডিও বার্তায়। ঠিক কি বার্তা দেবেন প্রধানমন্ত্রী তার জন্য অপেক্ষা করতেই হবে। এই বিষয়ে তাঁর টুইটের পর থেকেও জল্পনা, কী বলবেন মোদী?
যদিও কী বিষয়ে বার্তা দেবেন, তা জানাননি প্রধানমন্ত্রী। টুইটে তিনি লেখেন, ‘আগামীকাল সকাল ৯টায় ভারতবাসীর উদ্দেশ্যে একটি ছোট্ট ভিডিও বার্তা দেব।’ করোনা ভাইরাস সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন প্রধানমন্ত্রী বলে অনেকে মনে করছেন। এর আগে দু’বার জাতির উদ্দেশে ভাষণও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমবার জাতীর উদ্দেশে ভাষণে একদিনের জনতা কার্ফু জারি করেছিলেন তিনি। দ্বিতীয়বারের ভাষণে, ২৪ মার্চ, করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে ২১ দিনের জন্য লকডাউন জারি করেন তিনি।
বৃহস্পতিবার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেখানে লকডাউনের পরবর্তী পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দেন তিনি। উল্লেখ্য, লকডাউনের মধ্যেও দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছুঁইছুঁই। মৃতের সংখ্যা বেড়ে ৫০ পেরিয়েছে।