পুলওয়ামার ধাঁচে ফের বড় ধরনের হামলার ছক কষেছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি। চলতি বছরের শীতেই বড় জঙ্গি হামলার ছক কষছে লস্কর–ই–তৈবা এবং জৈশ–ই–মহম্মদ জঙ্গি সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর, হামলার পরিকল্পনা চূড়ান্ত করতে পাকিস্তানের ভাওয়ালপুরের ঘাঁটিতে প্রশিক্ষিত জঙ্গিদের ডেকে পাঠিয়েছিল খোদ জৈশ প্রধান মাসুদ আজহার। আবার লস্কর কমান্ডার আবু উজেইল সরাসরিই ঘোষণা করেছে, শীঘ্রই ভয়ঙ্কর আত্মঘাতী হামলার মুখে পড়বে ভারত।
জঙ্গি হামলার আশঙ্কার কথা ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে জানিয়ে দিয়েছে গোয়েন্দা সংস্থাগুলি। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, গোয়েন্দা সংস্থাগুলির কাছে খবর আছে, কাশ্মীরে বরফ পড়ার আগেই জঙ্গিদের ঢোকানোর চেষ্টা করবে জঙ্গি সংগঠনগুলি। গোয়েন্দা সংস্থাগুলির দাবি, জঙ্গি সংগঠনগুলির হাতে ইতিমধ্যেই হামলার রোডম্যাপ পৌঁছে দেওয়া হয়েছে। আর তাই সীমান্ত অঞ্চলগুলিতে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। ফিদায়েঁ হামলা হবে বলে গোয়েন্দারা ইঙ্গিত পেলেও তা কবে, কোথায় হতে পারে, সে বিষয়ে খুঁটিনাটি তথ্য মেলেনি।
কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, এই ভাওয়ালপুরের ঘাঁটিতে চলতি সপ্তাহেই শীর্ষ জঙ্গিদের ডেকে পাঠায় মাসুদ আজহার। হাজির ছিল নতুন নেতা রউফ আজগরও। সেখানেই হামলার বিষয়ে আলোচনা হয়েছে। তার পরেই কেন্দ্রকে এই বিষয়ে সতর্কবার্তা পাঠিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই জম্মু–কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল বলে ঘোষণা করা হয়েছে। ভবিষ্যতে উপত্যকার পরিস্থিতি স্বাভাবিক হলে জঙ্গি সংগঠনগুলি আর উপত্যকায় নাশকতা করতে পারবে না। এই আশঙ্কায় ভারত সরকারের ওপর চাপ সৃষ্টি করতে হামলার ছক কষছে জঙ্গিরা বলে দাবি গোয়েন্দাদের।
