ভারত ঠাণ্ডায় কাঁপলেও এখনও পর্যন্ত কেউ মারা যায়নি বলেই খবর। অথচ শৈত্যপ্রবাহে প্রতিবেশী দেশ বাংলাদেশে এখনও পর্যন্ত মারা গিয়েছে ৫০ জন। স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, ১ নভেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ঠাণ্ডায় শ্বাসযন্ত্রে সংক্রমণের ফলে মারা গিয়েছে মোট ১৭ জন। আর ডায়ারিয়া এবং অন্যান্য রোগের কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ জন।
স্থানীয় সূত্রে খবর, ঢাকায় এবার বেশ জাঁকিয়ে পড়েছে শীত। এভাবে মৃত্যু হারের জন্য রয়েছে খোলা আকাশের নীচে মানুষের বসবাসের কারণ। বাংলাদেশের উত্তরাঞ্চলে এমন জীবনযাপন বেশি দেখা যায়। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী শহরগুলি এবছর রেকর্ড ঠাণ্ডা পড়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঢাকায় দু’দিন ধরে মেঘে আচ্ছন্ন। বৃহস্পতিবার ঢাকায় তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। তা শুক্রবার আরও নেমেছে বলে খবর। শৈত্যপ্রবাহের দাপট চলবে আগামী কয়েক সপ্তাহ। তার পর পরিস্থিতি স্বাভাবিক হবে।