রাজ্য

শীতল হাওয়ার প্রবেশ শুরু বঙ্গে

জোরালো হচ্ছে শীতের আমেজ। তবু পুরোপুরি শীত নয়। তবে সকাল থেকেই অনুভব করা যাচ্ছে ঠাণ্ডা আমেজ। বেলা বাড়লে তা কমে যাচ্ছে। আর সন্ধ্যের পর থেকে আবার ফিরছে হিমেল পরশ। এই পরিস্থিতিতে সর্দি–কাশি হচ্ছে ছোট থেকে বড়দের। কারণ পুরোপুরি শীত না পড়ায় ঠাণ্ডা লেগে যাচ্ছে। এইরকম পরিবেশ বৃদ্ধি পাবে বলে শোনা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। জেলার দিকে কয়েকটি জায়গায় তাপমাত্রা ১৫–১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এর আশেপাশেই থাকবে। উত্তর–পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া রাজ্যে ঢুকছে। তার প্রভাবে শীতের আমেজ অনুভূত হচ্ছে। এমন আবহাওয়া আপাতত চলবে।
অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হয়েছিল কাশ্মীর, হিমাচলের পাহাড়ে। ঝঞ্ঝা সরতেই তুষারছোঁয়া বাতাস নামতে শুরু করেছে সমতলে। তার জেরে আলিপুরের পারদ নামেছে ১৮.১ ডিগ্রিতে। শ্রীনিকেতন, আসানসোলের তাপমাত্রা ছিল ১৫–১৬ ডিগ্রিতে। উত্তর ভারতের রাজ্যগুলিতে তাপমাত্রা নামতে থাকায় প্রভাব পড়তে শুরু করেছে এই রাজ্যে।