করোনাকালেও সুখবর এল শিল্পা শেঠির জীবনে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় সেটি জানিয়েও দিয়েছেন এই বলিউড তারকা। ‘১৫’ সংখ্যাটি নাকি তাঁর জন্য সুখবর বয়ে এনেছে। কারণ এই ১৫-এর সঙ্গে যুক্ত হয়েছে কয়েকটি ভালো খবর। যদিও সেটি কেবলই একটি কাকতাল।
গত ১৫ এপ্রিল শিল্পার মেয়ে সামিশা শেঠির দুই মাস পূর্ণ হয়েছে। এ দিন ছিল সামিশার জন্মদিন। অন্যদিকে গত ১৫ এপ্রিল শিল্পা শেঠির টিকটক অ্যাকাউন্টের অনুসারী ১৫ মিলিয়ন ছাড়িয়েছে। এই সবকিছু মিলে শিল্পার জীবনে ১৫ সংখ্যাটি এসেছে যেন সুয়োরানি হয়ে।
এসব নিয়ে শিল্পা একটি ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি বলেছেন, ‘কিছু কিছু জিনিস জীবনে অন্য সব জিনিসের তুলনায় অনেক বেশি বিশেষ হয়ে ওঠে। ‘১৫’ সংখ্যাটি এভাবেই বিশেষ হয়ে উঠল তাঁর জীবনে। আমাদের মেয়ে সামিশা আমাদের জীবনে এসেছে ১৫ ফেব্রুয়ারি এবং সে এখন দুই মাস পুরো করল ১৫ এপ্রিল। এটা খুবই বিশেষ এবং মজার। কাকতালীয় ব্যাপার এই যে, ১৫ এপ্রিলেই আমাদের টিকটক অনুসারী সংখ্যা দাঁড়িয়েছে ১৫ মিলিয়নে। সুতরাং কৃতজ্ঞতা সবার কাছে। ভালোবাসা ও শুভেচ্ছা নেবেন।’
সিনেমা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছেই ছিলেন শিল্পা শেঠি। ‘নিকম্মা’ ছবি দিয়ে আবার রূপালি পর্দায় ফিরছেন এই তারকা।