শাহিদ-মীরা দম্পতি মুম্বাইয়ের ওরলিতে সমুদ্রের পাশে নতুন ঠিকানা করে নিয়েছেন। ওরলিতে অবস্থিত শাহিদের ওই বিলাসবহুল বাড়িটি প্রায় ৮০০০ স্কয়ার ফিটের। এছাড়া অ্যাপার্টমেন্টে রয়েছে ৫০০ স্কয়ার ফিটের একটি ব্যালকনি। যেখান দাঁড়ালে সমুদ্রের নীল জল উপেভোগ করা যাবে। পাশাপাশি শাহিদের ওই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মধ্যে রয়েছে স্পা, সুইমিং পুল, জিম ও বলরুমসহ অনেক কিছু।
পুত্র জৈনের জন্মের সময় থেকেই মনের মতো বাড়ি খোঁজ করা শুরু করেন শাহিদ। এরপরই প্রকাশ্যে আসে শাহিদ-মীরার এই নতুন বিলাসবহুল অ্যাপার্টমেন্টের খবর। জানা যায়, শাহিদের এই বাড়ির কাজ প্রায় শেষ। খুব শিগগিরই গৃহপ্রবেশ করতে চলেছেন এই দম্পতি। শাহিদের নতুন বাড়ি সাজিয়ে দিয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান।
সূত্র বলছে, অক্ষয় কুমার, দীপিকা পাডুকোন-রণবীর সিং, অভিষেক বচ্চনরাও ওরলির ওই টাওয়ারের বিভিন্ন তলায় থাকেন। সেখানে সংসার পেতেছেন বিরাট কোহলি-অনুশকা শর্মাও। এবার সেই তালিকায় যুক্ত হল শাহিদ কাপুর এবং মীরা রাজপুতের নাম।