আবার কলকাতায় অমিত শাহের সভা ঘিরে জটিলতা। অনিশ্চয়তার মেঘ দেখা দিয়েছে সভা ঘিরে। শহিদ মিনারে স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় ইতিমধ্যেই অনুমতি দিয়েছে সেনা। কিন্তু পরীক্ষার সময় মাইক নিষেধাজ্ঞার জেরে এখনও পুলিশি ছাড়পত্র মেলেনি। এই নিয়ে এখন লালবাজারে চলছে দফায় দফায় আলোচনা। সিএএ–এনআরসি নিয়ে সভা করতে ১ মার্চ কলকাতায় আসছেন অমিত শাহ।
স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদীর সেনাপতির বঙ্গ সফর নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। কারণ মাধ্যমিক চলাকালীন প্রকাশ্যে মাইক বাজানো বা স্পিকার লাগানোর উপর নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞার জেরেই অমিত শাহের সভায় মাইক লাগানোর ছাড়পত্র দেয়নি কলকাতা পুলিশ।
আপাতত এই নিয়ে লালবাজারে দফায় দফায় বৈঠকে করছেন শীর্ষ পুলিশ কর্তারা। আইন বাঁচিয়ে অমিতের সভার জন্য অনুমতি দেওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আর অনুমতি না পেলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে বলে এদিন সাংবাদিক বৈঠকে জানান দিলীপ ঘোষ।