রাজ্য

শহরের বুকে জোড়া মৃতদেহ, চাঞ্চল্য

নতুন বছরের সকালে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল লেকটাউনে। ৩১ ডিসেম্বরে পিকনিক করতে গিয়ে খুন হয়েছে দু’‌জন বলে অভিযোগ উঠেছে। দক্ষিণদাঁড়ি এলাকায় ২৪ নম্বর রেলগেটের সামনে থেকেই উদ্ধার হয় মৃতদেহ। দেহ ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বুধবার সকালে পাতিপুকুর এবং বিধাননগর স্টেশনের মাঝে রক্তাক্ত অবস্থায় দেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
পুলিশ সূত্রে খবর, দুই যুবককে খুন করে রেললাইনের ধারে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, ওই দুই যুবককে খুন করা হয়েছে। দেহ দুটিতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের নাম স্বপন কর্মকার ও শাহজাহান পাসওয়ান। মঙ্গলবার রাতে পিকনিক করবে বলে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই দুই ব্যক্তি।
পরিবারের অভিযোগ, খুন করে রেললাইনে দেহ ফেলে দেওয়া হয়েছে। ট্রেন থেকে পড়ে মৃত্যু না খুন, তা খতিয়ে দেখছে জিআরপি। স্থানীয় সূত্রে খবর, রাত ৯টা নাগাদ তাঁদের কাছে একটি ফোন এসে। ফোন পেয়েই তাঁরা পার্টি থেকে বেরিয়ে যান। এরপর আর তাঁদের দেখা যায়নি। পরদিন সকালে উদ্ধার হয় তাঁদের দেহ। দেহে যেখানে পড়েছিল, তার থেকে অদূরে তাঁদের মোবাইল ফোন মাটিতে পোঁতা ছিল। কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তাও তদন্ত করে দেখা হচ্ছে।