ত্রিপোলিতে একটি বিস্কুট কারখানায় বিমান হামলায় বাংলাদেশিসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবারের এ হামলায় নিহতদের মধ্যে দু’জন লিবিয়ার এবং অপর পাঁচজন বাংলাদেশ, ইজিপ্ট ও নাইজেরিয়ার নাগরিক বলে লিবিয়ার স্বাস্থ্য দফতরের বরাত দিয়ে এএফপির এক খবরে বলা হয়েছে। তবে বার্তা সংস্থা এপি বলছে, নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি ও অপর দু’জন লিবিয়ান। এদিকে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ সেকান্দর আলি ত্রিপোলি থেকে বৃটিশ গণমাধ্যম বিবিসি বাংলাকে জানান, ‘এ ঘটনায় একজন বাংলাদেশি নিহত হয়েছেন। মোট ১৫ জন বাংলাদেশি আহত হয়েছেন এবং তার মধ্যে দু’জনের অবস্থা সংকটজনক। আহত বাকি ১৩ জনের আঘাত গুরুতর নয়।’ এরা সবাই ত্রিপোলির দক্ষিণে অবস্থিত ওই বিস্কুট কারখানাটিতে কাজ করতেন। সোমবার রাজধানীর ওয়াদি এল রাবি এলাকা অবস্থিত কারখানাটিতে এ বিমান হামলা চালানো হয়। সিটি সেন্টারের দক্ষিণে অবস্থিত ওই এলাকায় কয়েক মাস ধরে লড়াই চলছে বলে জানা গেছে। চলতি বছরের এপ্রিল থেকে ত্রিপোলিতে জাতিসংঘ সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে জেনারেল খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির সংঘর্ষ চলছে।