লন্ডনের পর হেগ। একইদিনে পরপর ছুরি হাতে দুষ্কৃতীর হামলা। লন্ডন ব্রিজের ঘটনার মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে নেদারল্যান্ডসের শহরে আততায়ীর ছুরির এলোপাথাড়ি কোপে আহত হলেন তিনজন। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হল লন্ডন ব্রিজ। লোকজনকে দ্রুত সেখান থেকে সরানো হচ্ছে। মধ্য লন্ডনের ওই ব্রিজের উপর ঠিক কী ঘটেছে, পুলিশ তা নিয়ে ধোঁয়াশায়। তবে অনেকেরই দাবি, গুলির শব্দও তাঁরা শুনতে পেয়েছেন।
স্থানীয় সূত্রে খবর, লন্ডন ব্রিজে দুষ্কৃতীর ছুরির ঘায়ে আহত হন বেশ কয়েকজন। তার কয়েক ঘণ্টা পরেই হেগ শহরে অজ্ঞাতপরিচয় হামলাকারীর ছুরিতে আহত হলেন তিন যুবক। বড়দিনের আগে একই দিনে জোড়া হামলার ঘটনায় ইউরোপে আতঙ্কের ছায়া। এদিন হেগ শহরের মার্কেট স্কোয়ারে ছিল ব্ল্যাক ফ্রাইডে সেলের কেনাকাটার ভিড়। আর সেখানেই ছুরি নিয়ে হামলা চালায় মধ্যবয়সী দুষ্কৃতী। সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌছয় পুলিশ।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, একাধিক মানুষ ছুরিবিদ্ধ হয়েছেন। হামলাকারীকে গ্রেপ্তারও করা হয়েছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি ঘটনা ঘটেছে। আমরা তদন্তে নেমেছি। বিশদ এখনও জানা যায়নি। এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে। এক সন্দেহভাজনকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকর্মী পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, হামলাকারীর পরনে ছিল ছাইরঙের ট্রাকস্যুট আর কালো জ্যাকেট। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, লন্ডন ব্রিজের উপর ফেলে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রে কোপানো হচ্ছিল। পুলিশ হামলাকারীদের একজনকে গুলি করেছে।