মহামারি করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে যাচ্ছে ভারত। গত দুই মাস ধরে চলছে লকডাউন। এখন সবাই অপেক্ষা করছে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার।
কোভিড-১৯’র পরবর্তী সময়ে চলচ্চিত্রের শিল্পের কাজ কীভাবে পরিবর্তিত হতে চলেছে তা নিয়েও নানা আলোচনা চলছে। এরইমধ্যে সম্প্রতি একটি শুটিংয়ে অংশ নিয়েছিলেন রাভিনা ট্যান্ডন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই শুটের বিহাইন্ড দ্য সিনের একটা ছবি তিনি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে- আয়নার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তিনি।
এর ক্যাপশনে এ অভিনেত্রী লিখেছেন- “আমাদের এখনকার শুটিংয়ের দিনগুলো। ছবি তুলে নিজের মেক-আপ নিজেকেই চেক করতে হয়। বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব। ‘পিএম কেয়ারস’ ফান্ডের একটি অনুষ্ঠান সঞ্চালনা করেছি। কিন্তু আমার ৫০ ফিট দূরে ছিলেন ক্যামেরাম্যান। যিনি কিনা তার ক্যামেরার লেন্স জুম করে কাজ করেছেন।”
শুধু রাভিনা নয়, লকডাউনের মধ্যেই কিছুদিন আগে অভিনেতা অমিতাভ বচ্চন ‘কেবিসি’র ১২তম আসরের প্রোমো শুট করেছেন। নিজের বাড়িতে বসে একটি বিজ্ঞাপনের শুটিং করেছেন অক্ষয় কুমারও।