বিনোদন

লকডাউনের সময় বাজারে নুসরত

প্রায় সব তারকাই ভয়াবহ করোনার প্রকোপে গৃহবন্দি। এরই মধ্যে তৃণমূল কংগ্রেস সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরত জাহান নিত্যপণ্য কেনাকাটা করতে বাজারে গেলেন। সেইসাথে বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতাদেরকে জমায়েত এড়ানো, সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শও দেন তিনি।

কভিড-১৯ করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে পশ্চিমবঙ্গসহ গোটা ভারত জুড়ে চলছে লকডাউন। শনিবার (২৮ মার্চ) সকালে কলকাতা পুরসভার ৮২ নম্বর ওয়ার্ডে অবস্থিত চেতলা বাজারে যান নুসরত। সেখানে গিয়ে সবজি, চাল, ডাল, আটাসহ নিত্যপণের যোগান ঠিক আছে কি না তা নিয়ে খোঁজ খবর নেন। তিনি বিক্রেতাদের ন্যায্যমূল্যে তাদের পণ্য বিক্রি করার আহ্বানও জানান। সাধারণ মানুষ থেকে সংবাদপত্র বিক্রেতাদের সঙ্গেও তিনি কথা বলেন। সেই সাথে ক্রেতাদের নির্দিষ্ট গণ্ডি করে দেওয়া সুরক্ষা বলয় মেনে চলার পরামর্শ দেন এই অভিনেত্রী।

ডিম ও কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে দেখা যায় নুসরতকে। নুসরতকে দেখতে বাজারে ভিড় জমে যায়। খবর পেয়ে গণমাধ্যমের কর্মীরাও তার পিছু নেয়। নুসরত তাদেরকেও দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। নুসরতের সঙ্গে ছিলেন তার স্বামী নিখিল জৈন।