রাজ্যে লকডাউন চলবে ২৩ মার্চ বিকেল ৪টে থেকে ২৭ মার্চ মধ্যরাত পর্যন্ত। সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, বন্ধ থাকবে বেশিরভাগ দোকানপাঠ। বিকেল থেকে গণপরিবহণ চলবে না। বন্ধ থাকবে সব দোকান, অফিস, কলকারখানা, গোডাউন। সাতজনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে বাজারে গিয়ে সবাই সবজি, আনাজ তুলে রাখছে। সকাল ৯টায় কলকাতার সব বাজার ফাঁকা হয়ে গিয়েছে।
এদিকে হাওড়ার রামরাজাতলা বাজারে উপচে পড়েছে ভিড়। মানুষজনকে দেখা গেল ব্যাগভর্তি সবজি বাজার করে নিয়ে যাচ্ছেন। নদিয়ায় সকাল থেকেই কল্যাণী থেকে শান্তিপুর পর্যন্ত স্থানীয় বাজারগুলিতে লক্ষ্য করা গেল উপচে পড়া ভিড়। দুর্গাপুরে সকালে বাজার খুলতেই মানুষের ভিড়। অভিযোগ, সবজির দাম অনেকটা বেশি। ক্যানিং বাজারে ক্রেতাদের চাপে হিমশিম খাচ্ছে দোকানদার। ভিড়ে ঠাসা ক্যানিং বাজার। হুগলির চাঁপদানি বাজারে পুলিশ হানা দেয়। ন্যায্য দামে জিনিস বিক্রি করছে কিনা বিক্রেতারা তা খতিয়ে দেখে পুলিশ। বর্ধমান শহরের তেঁতুলতলা বাজার থেকে স্টেশন বাজার, নীলপুর, কালনাগেট বা পুলিশ লাইন বাজারের ছবিটা প্রায় একই।
অন্যদিকে মালদা জেলার বাজারগুলিতে উপচে পড়া ভিড়। ইংরেজবাজার পুর শহরের চিত্তরঞ্জন পুরবাজার, ঋষি বঙ্কিমচন্দ্র পুরবাজার, নেতাজি পুরবাজারে ছবিটা প্রায় একই। এখানে দাম দ্বিগুণ করে দিয়েছে বলে অভিযোগ ক্রেতাদের। সোনারপুরে বাজারে সবজি, আলু, মাছ ও চাল বিক্রেতাদের সতর্ক করে দেওয়া হয়, তাঁরা যেন নির্ধারিত দামের বেশি দামে জিনিস বিক্রি না করেন৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করতে ভিড় উপচে পড়ল বাঁকুড়ার বাজারগুলিতে। চলছে কালোবাজারিও। বহরমপুরে দুপুর আড়াইটে পর্যন্ত চলা বাজার সকাল ১১টায় ফাঁকা। কোচবিহার টাউনেও বাজার ফাঁকা। বালুরঘাটের বাজারগুলিতে উপচে পড়ল ভিড়।