খেলাধুলা

র‍্যাঙ্কিং থেকে বাদ সাকিব

বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি সিরিজ শেষে নতুন র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সিরিজের আগেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের মধ্যে দুইয়ে থাকা সাকিব আল হাসান তালিকাতেই নেই! কয়েক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসাদের কারণে বিশ্রাম নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল নেমেছেন দুইয়ে। সে সুযোগে প্রথমবারের মতো শীর্ষে এসেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী। আর সাকিবের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ অলরাউন্ডার এখন মাহমুদউল্লাহ। বোলিং র‍্যাঙ্কিংয়ে নয়ে থাকা সাকিবের অনুপস্থিতিতে শীর্ষ দশে ঢুকে পড়েছেন আরেক বাঁ হাতি স্পিনার অ্যাশটন অ্যাগার। ওয়ানডে র‍্যাঙ্কিং থেকে ও নাম কাটা পড়েছে সাকিবের। সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে ৩৯৪ পয়েন্ট নিয়ে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডার ছিলেন সাকিব। টি-টোয়েন্টির মতো ওয়ানডের জন্য এখনো কোনো সংবাদ বিজ্ঞপ্তি দেয়নি আইসিসি। কিন্তু তাদের ওয়েবসাইটে এখন ওয়ানডের শীর্ষ অলরাউন্ডার হিসেবে ৩১৯ পয়েন্ট পাওয়া বেন স্টোকসকেই দেখানো হচ্ছে। উল্লেখ্য যে, এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ককে ছাড়া কঠিন এক সময় পার করতে হচ্ছে বাংলাদেশকে।