বাংলাদেশে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।
সম্পর্কিত খবর
সৌদির চাপে বাংলাদেশ ও রোহিঙ্গারা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সৌদি আরবে ৫৪ হাজার রোহিঙ্গা বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। এবার তাঁদের বাংলাদেশি পাসপোর্ট দিতে চাপ দিচ্ছে সৌদি আরব।
রোহিঙ্গা সমস্যায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা
Posted on Author নিজস্ব সংবাদদাতা
সালটা ২০১৭ সালের ২৫ আগস্ট। মায়ানমারের সামরিক বাহিনীর গণহত্যা থেকে রেহাই পেতে প্রায় ৭ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে এসে আশ্রয় নেয়।
ফের রোহিঙ্গাদের ভাসানচরে পাঠাল বাংলাদেশ
Posted on Author নিজস্ব সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের শরণার্থী শিবির থেকে পঞ্চম দফায় নোয়াখালির ভাসানচরের উদ্দেশ্যে রওনা দেয় অন্তত ২ হাজার ২৬০ জন রোহিঙ্গার একটি দল।