বাংলাদেশ

“রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে”

বাংলাদেশে দায়িত্বরত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে, ভবিষ্যতেও থাকবে। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে কাজ করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার সিলেট নগরীর ঐতিহ্যবাহী কিনব্রিজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। রাষ্ট্রদূত আরো বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারকে তাদের দেশে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। যাতে রোহিঙ্গারা ফিরে যেতে উদ্বুদ্ধ হয় এবং সেখানে গিয়ে নিরাপদে বসবাস করতে পারেন।