লিড নিউজ

রেশন কার্ডের সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী

নতুন ডিজিটাল রেশন কার্ড তৈরি এবং রেশন কার্ডে ভুল সংশোধনের জন্য সময়সীমা বাড়ল। ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত নতুন করে সময়সীমার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ডেবরায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, তিন ক্যাটেগরির জন্য হবে তিন রঙের রেশন কার্ড। একই সঙ্গে ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার যৌথ প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে সংশোধনের কাজ।
বুধবার ডেবরা থেকে নতুন দিনক্ষণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে খাদ্যসাথী প্রকল্পে ডিজিটাল রেশন কার্ড তৈরি ও রেশন কার্ড সংশোধনের কর্মসূচি নেওয়া হয়। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কর্মসূচি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌তাড়াহুড়ো করবেন না। প্রথম দফায় ২৭ অক্টোবর পর্যন্ত রেশন কার্ড সংশোধনের কাজ চলবে। তারপর আবার ৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত হবে এই কাজ। মানুষ এনআরসি আতঙ্কে ভুগছেন। এখনও পর্যন্ত ১১জন আত্মহত্যা করেছেন। কেউ ভয় পাবেন না। কাউকে বাংলা থেকে যেতে হবে না।’‌
২৮ শনিবার তারিখ মহালয়া। তারপরের সপ্তাহ থেকেই পুজো শুরু। পুজোর পর ৫ নভেম্বর থেকে ফের শুরু হবে এই কর্মসূচি। মুখ্যমন্ত্রী খাদ্য দপ্তরের আমলাদের নির্দেশ দেন, তিন রঙের রেশন কার্ড প্রস্তুত করতে হবে। প্রথম ক্যাটাগরি–যাঁরা দু’‌টাকা কিলো দরে চাল পান। দ্বিতীয় ক্যাটেগরি–যাঁরা অর্ধেক দামে চাল পান। তৃতীয়–যাঁরা রেশন কার্ডকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করেন। কিন্তু রেশন নেন না। তাঁদের জন্য হবে আলাদা রঙের কার্ড। ছুটির দিন বাদে সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলছে এই সংশোধনের কাজ। বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, বোরো অফিসে চলছে এই সংশোধন ও নতুন কার্ড তৈরির কাজ।