এবার রেশন দুর্নীতি নিয়ে তৎপর ইডি। বুধবার সাত সকালেই রানাঘাট, কৃষ্ণনগর, নদিয়ার শান্তিপুর, ধুবুলিয়া, বসিরহাটে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি।
পুরনিয়োগ দুর্নীতির তদন্তের সঙ্গে রেশন দুর্নীতিরও যোগসূত্র থাকতে পারে বলেই মনে করছেন তদন্তকারী অফিসাররা। সেই সূত্র ধরেই এদিন নদিয়ার পাঁচটি জায়গায় তল্লাশি চালানো হয়। চালকল থেকে শুরু করে মুদিখানা দোকানেও হানা দেয় ইডি।
সূত্র মারফত জানা গিয়েছে, শান্তিপুরের দুটি রাইস মিলে এবং হরিণঘাটার নিমতলা বাজারের একটি মিলে হানা দিয়েছেন তদন্তকারীরা। সেইসঙ্গে এদিন নদিয়ার কৃষ্ণনগরের একটি চালকলেও হানা দেন। এর পাশাপাশি নদিয়ার কৃষ্ণনগর পুরসভার মল্লিক পাড়ার একটি মুদির দোকানেও হানা দেন তদন্তকারীরা। চলে জিজ্ঞাসাবাদও।