নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই বেসরকারি শিল্প সংস্থাগুলির জন্য ভারতীয় রেলের দরজা খুলে দিয়েছিল। যার প্রথমটি দেখা যায় তেজস এক্সপ্রেসের মাধ্যমে। এবার আরও বেসরকারি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। দেশের পর্যটন কেন্দ্রগুলিতে এই ট্রেন চলবে। ২০২০–২১ সালের আর্থিক বাজেটে এই পরিকল্পনার কথা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। দেশজুড়ে মোট ১০০টি রুটকে বেছে নেওয়া হয়েছে যেখানে বেসরকারি ট্রেন চালানো হবে।
সূত্রের খবর, ভারতে ট্রেন চালানোর বিষয়ে উৎসাহ দেখিয়েছে অ্যালস্টোম ট্রান্সপোর্ট, বোমবার্ডিয়ার, হুন্ডাই রোটেম–সহ একগুচ্ছ বিদেশি বহুজাতিক সংস্থা। এমনকী টাটা রিয়েলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, হিটাচি ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, এসেল গ্রুপ, আদানি পোর্ট অ্যান্ড সেজ এবং আইআরসিটিসি’র মতো দেশীয় বেসরকারি সংস্থাও ট্রেন চালানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, এবারের বাজেটে নতুন রেললাইন তৈরির জন্য বাজেটে ১২,০০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। গেজ পরিবর্তনে ২,২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। পাশাপাশি ডবল লাইনের জন্য ৭০০ কোটি, রোলিং স্টকের জন্য ৫,৭৮৬.৯৭ কোটি এবং সিগল্যানিং এবং টেলিকম ব্যবস্থার উন্নয়নে বাজেটে ১,৬৫০ কোটি বরাদ্দ করা হয়েছে।