দেশ ব্রেকিং নিউজ

রেমালে’র কারণে বাতিল একাধিক ট্রেন

ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’। সাইক্লোন রেমাল মোকাবিলায় তৎপর প্রশাসন। এই সাইক্লোনের জন্য দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। এবার সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে।

এক নজরে দেখে নিন বাতিল ট্রেনের তালিকা-
১. ২২৮৯০ পুরী-দিঘা সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেনটি ২৫ মে শনিবার পুরি থেকে ছাড়বে এবং খড়গপুর পর্যন্ত যাবে।

২. ২৬ মে রবিবার বাতিল থাকছে ২২৮৯৭ হাওড়া দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ।

৩. ০৮১৩৭ পাঁশকুড়া-দিঘা মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি ২৬ মে বাতিল করা হয়েছে।

৪.০৮১৩৯ পাঁশকুড়া-দিঘা লোকাল ২৬ তারিখ বাতিল করা হয়েছে।

৫. ০৮১৩৬ দিঘা পাঁশকুড়া লোকাল ২৭ তারিখ বাতিল

৬.০৮১৩৮ দিঘা-পাঁশকুড়া মেমু প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনটি ২৭ মে সোমবার বাতিল করা হয়েছে।

৭.২২৮৯৮ দিঘা হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ২৬ তারিখ বাতিল করে দেওয়া হয়েছে।

৮. ২২৮৮৯ দিঘা পুরী সুপার ফাস্ট সাপ্তাহিক ট্রেনটি রবিবার দিঘার পরিবর্তে খড়গপুর থেকে ছাড়তে চলেছে।