ব্রেকিং নিউজ

রেড রোডে শুরু বর্ণাঢ্য কার্নিভ্যাল

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোড ধরে প্রবেশ করতেই বেজে উঠল গান। যার শেষ লাইনটি ছিল ‘‌আমন্ত্রণ সবার’‌। কাতারে কাতারে মানুষের জমায়েত হয়েছে রেড রোডে। চতুর্থ বছরে পদার্পন করল এই পুজো কার্নিভ্যাল। শুক্রবার বিকেলে ঢাকের বাদ্যি, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোর রোশনাইয়ে ঝলমল করে উঠেছে রেড রোড চত্বর।
দেশ–বিদেশের বহু অতিথিরা ছিলেন এখানে। দর্শকাসনে রয়েছেন বিভিন্ন রাষ্ট্রদূতরা। এছাড়া রাজ্যপাল, বিভিন্ন মন্ত্রী, বিচারপতি, সচিবরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। টলিউডের একঝাঁক তারকাদের জমকালো উপস্থিতিও নজর কাড়তে পারে এবারের পুজো কার্নিভ্যালে। এখানে দমকলমন্ত্রী সুজিত বসুর পুজোতে রেড রোডে নাচলেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। যা দেখলেন উপস্থিত দর্শককুল।
এবারের থিম রাঙামাটির বাংলা। মুল মঞ্চে টেরাকোটার কাজ করা হয়েছে। ঠাকুরদালানের আদলে তৈরি করা হয়েছে কার্নিভ্যালের মূল মঞ্চ। এই বছর ৭২টির মতো পুজো অংশ নিয়েছে কার্নিভ্যালে। প্রত্যেক পুজো কমিটি ৩ মিনিট করে অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে।
নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। তৈরি হয়েছে ওয়াচটাওয়ার, ড্রোনের সাহায্যেও নজরদারি চালানো হচ্ছে। কিন্তু তার মাঝে খানিকটা তাল কেটে গিয়েছিল। কারণ পাস না থাকায় কয়েকশো মানুষকে আটকে দেয় কর্তব্যরত পুলিশ। তারপরই শুরু হয় গণ্ডগোল। কার্নিভ্যাল দেখতে আসা মানুষের প্রশ্ন, কেন আগে থেকে বলা হয়নি কার্নিভাল দেখতে পাস লাগবে? পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় জনতার। বিক্ষুব্ধ জনতা মেয়ো রোড অবরোধের চেষ্টা করে।