‘গাল্লি বয়’ সিনেমা পরিচালনা করেছেন জয়া আখতার। প্রযোজনা করছে ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানির প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্ট। এতে রণভীর সিং-আলিয়া ছাড়াও গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন কলকি কোয়েচলিন।
মুম্বাই-এর রাস্তা ও বস্তি থেকে উঠে আসা এক ব্যক্তি র্যাপ-এর মাধ্যমে কীভাবে একজন জনপ্রিয় শিল্পী হয়ে ওঠেন, তার জীবনের লড়াই ও স্বপ্নের পিছনে দৌড়ের গল্পই দেখানো হয়েছে ‘গাল্লি বয়’তে। অস্কারেও জমা পড়েছিল এই সিনেমা। সেখানে সুবিধা করতে না পারলেও ফিল্মফেয়ার ২০২০ এ বাজিমাত করেছে সিনেমাটা। এবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা ছবি, সেরা অভিনেতা, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী সহ মোট ১৩টি পুরস্কার পেয়ে রেকর্ড করেছে ‘গাল্লি বয়।’ এর আগে ‘ব্ল্যাক’ ছবিটি ফিল্মফেয়ারের আসরে ১১ টি পুরস্কার জিতে রেকর্ড করেছিল।