বিনোদন

রূপসার অন্য রূপ

সম্প্রতি যেসব অভিনেত্রী বাংলা সিরিয়ালে ডেবিউ করেছেন তাদের মধ্যে সবার নজর কেড়েছেন রূপসা। রূপে ও অভিনয়ে দর্শকেরা রূপসাতেই মজেছেন। তার হাসি যেমন মিষ্টি, ততটাই সাবলীল অভিনয়। খোকাবাবু সিরিয়ালে বৌমণি হিসেবে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেন রূপসা।

ইনস্টাগ্রামে বহু ফলোয়ার তার। নিয়মিত ছবিও পোস্ট করেন তিনি। তবে বেশির ভাগ ক্ষেত্রেই তাকে শাড়ি কিংবা সালোয়ারে দেখা যায়। ভারতীয় লুকেই তিনি বেশি স্বচ্ছন্দ বলে দর্শকেরা মনে করেন। কিন্তু তার সেই পরিণত চেহারাতেও যে একটা দুষ্টু-মিষ্টি রূপসা লুকিয়ে আছে, সেটাই এবার তার নিউ লুকে ধরা পড়ল।  রূপসাকে এখন যেমন দেখেন টেলিভিশনের দর্শক, আগে কিন্তু ঠিক তেমনটা দেখতে ছিলেন না। অসাধারণ একটি মেকওভার ঘটিয়েছেন রূপসা। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার রূপ যেন আরো ফুটে উঠেছে। সম্প্রতি একটি ছোট কালো ড্রেস পরে ছবি পোস্ট করেছেন রূপসা। খোলা চুল ছোট পোশাকেও তার ব্যক্তিত্ব এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। প্রশংসায় উপচে পড়ছে তার কমেন্ট বক্স। প্রত্যেকেই লিখেছেন যে এই পোশাকে বেশ মিষ্টি লাগছে রূপসাকে।

 

‘দীপ জ্বেলে যাই’, ‘খোকাবাবু’সহ একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তাকে একটি রান্নার শো হোস্ট করতেও দেখা গিয়েছিল। এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অনেকগুলোই ‘ব্লুজ’-এর প্রযোজনা। ‘জড়োয়ার ঝুমকো’, ‘খোকাবাবু’, ‘রাখিবন্ধন’-এর মত ধারাবাহিক এই সংস্থা প্রযোজনা করেছে। এই প্রযোজনা সংস্থার কর্ণধার স্নেহাশিস চক্রবর্তীর স্ত্রী হলেন রূপসা। স্নেহাশিস চক্রবর্তী ও রূপসার বিয়ে হয়েছে বহুদিন। ওদের ছেলের নাম রূপস্নাত।