ফের পুলওয়ামায় হামলা এবং তার জবাবে নিকেশ জঙ্গিরা। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি নিকেশ হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে হিজবুলের এক কম্যান্ডারও। পরপর গুলির শব্দে কেঁপে উঠল উপত্যকা। একেবারে মুখোমুখি লড়াই। কান ফাটছে সাধারণ মানুষের। নাশকতার ছক কষেই এই হামলা করা হয়েছিল।
নিরাপত্তা বাহিনী সূত্রে খবর, অবন্তীপোরার ত্রালের শেরাবাদ এলাকায় জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর আসে নিরাপত্তা বাহিনীর কাছে। পুলিশের সঙ্গে যৌথভাবে সেখানে অভিযানে যায় বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে আত্মগোপন করে থাকা জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা বাহিনীর গুলিতে ঘটনাস্থলেই তিন জঙ্গি খতম হয়। কাশ্মীর পুলিশ জানতে পারে, নিহত তিনজনই হিজবুল মুজাহিদিন জঙ্গি। তাদের মধ্যে একজন ছিল কম্যান্ডার। বড় ধরনের নাশকতা করতেই তারা জড়ো হয়েছিল বলে খবর।
জম্মু–কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং জানান, তিন হিজবুল মুজাহিদিন জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত তিনজনই স্থানীয়। নাম জাহাঙ্গীর ওয়ানি, রাজা মকবুল এবং সাদাত। ওয়ানি এবং মকবুলেরর বাড়ি ত্রালে। আর সাদাতের বাড়ির ঠিকানা অনন্তনাগের বীজবেহরায়। ঘটনাস্থল থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ওয়ানি ছিল ভয়ংকর সন্ত্রাসবাদী। জানুয়ারি মাসে হামাদ খান নিহত হওয়ার পর হিজবুলের দায়িত্ব সে নিজের কাঁধে নেয়। জাহাঙ্গীরও ভয়ানক সন্ত্রাসবাদী। হিজুবল মুজাহিদিনের কম্যান্ডার। রাজা মকবুলের সঙ্গে হাত মিলিয়ে অন্তত আটটি সন্ত্রাসের কাজ করেছিল সে। ২০২০ সালে এখনও পর্যন্ত ১০টি সফল অভিযানে ২৩ জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তার মধ্যে ১৯ জনই কাশ্মীরের। বাকি চারজন জম্মুর।