বিনোদন

রীতেশের রূপান্তর

সম্প্রতি রীতেশ দেশমুখ নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন বেশ কয়েকটা ছবি। যেখানে এই অভিনেতা একেবারে নতুন লুকে ধরা দিয়েছেন। রীতেশের শেয়ার করা ছবিগুলোতে যে জিনিসটা সকলের নজর কেড়েছে তা হচ্ছে তার চুল। কেননা রীতেশ তার চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন। সেই সঙ্গে চুলগুলোকে সাদা রঙে সাজিয়েছেন। ছবিগুলোর ক্যাপশনে রীতেশ লিখেছেন- ‘আন্দার কা বাঘি।’

রীতেশের এই নতুন লুক দেখার পর তার প্রশংসা করেছেন অনেকেই। অভিনেতা অভিষেক বচ্চন ছবিগুলোর নিচে মন্তব্য করে লিখেছেন- ‘দারণ! সম্পূর্ণ রূপান্তর।’

ছবিগুলো দেখার পর রীতেশকে কেউ কেউ আবার ডিজে স্নেকের সঙ্গে তুলনা করেছেন। কেননা রীতেশের চুলের স্টাইলটা একদম স্নেকের মতোই। শুধু প্রশংসাই নয়, রীতেশের চুলের স্টাইল নিয়ে ইতোমধ্যে অনেক মিম তৈরি হয়েছে। তেমনই একটা মিমের উত্তর দিয়ে এই অভিনেতা লিখেছেন, ‘ভাই আমি সস্তা না। নাগপঞ্চমীর দিন বুকিং দিয়ে দেখুন আমি ফ্রিতে চলে আসবো।’

বর্তমানে ‘বাঘি থ্রি’ ছবির প্রচারণা নিয়ে রীতেশ দেশমুখের ব্যস্ত সময় কাটছে। এতে তার পাশাপাশি টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুরকেও দেখা যাবে।