ইটালির রোমের রাস্তায় দুই হাজার ইউরোসহ একটি মানিব্যাগ কুড়িয়ে পান বাংলাদেশি তরুণ মুসান রাসেল।পরে সেটি তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে ও দেন তিনি। এরপর তাকে নিয়ে আলোচনা ও তার প্রশংসা করে সংবাদ প্রকাশিত হয়েছে ইটালির গণমাধ্যমে। জানা যায়, প্রায় সাত বছর আগে বাংলাদেশ থেকে রোমে যান মুসান রাসেল। রোমের রাস্তায় তিনি একটি লেদারসামগ্রীর স্টল চালান। ইটালির লা রিপাবলিকা পত্রিকাকে মুসান জানান, গত শুক্রবার তিনি রাস্তায় একটি মানিব্যাগ পড়ে থাকতে দেখেন। সেটি হাতে নিয়ে দেখতে পান ভেতরে অনেকগুলো নোট, ক্রেডিট কার্ড ও অন্যান্য মূল্যবান কাগজপত্র আছে। এরপর আর কিছু না ভেবেই মানিব্যাগটি নিয়ে তিনি চলে যান নিকটবর্তী পুলিশ স্টেশনে। মানিব্যাগটি পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ মানিব্যাগের মালিকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার কাছে সেটি ফিরিয়ে দেন। মানিব্যাগের মালিক মুসান রাসেলের সততায় অভিভূত হয়ে তাকে পুরস্কৃত করতে চেয়েছিলেন, কিন্তু তিনি এ প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেন।
সম্পর্কিত খবর
বীরভূমে ধরা পড়ল জঙ্গি!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
রবিবার বীরভূমের পাঁড়ুইয়ে পুলিশ উদ্ধার করেছিল মাওবাদী পোস্টার। আর আজ, সোমবার বীরভূম থেকে ধরা পড়ল জঙ্গি।
১৭১ জন বাংলাদেশি দেশে ফিরতে পারছেন না!
Posted on Author নিজস্ব সংবাদদাতা
১৭১ জন বাংলাদেশিকে দেশে ফেরানোর চেষ্টা চলছে। কিন্তু সকল চেষ্টা ব্যর্থ হচ্ছে। কারণ বাংলাদেশ বিমানের কোনও উড়ান এবং ক্রু চীনে যেতে রাজি হচ্ছে না। ফলে করোনাভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল উহান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন। জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশের বিদেশমন্ত্রী বলেন, ‘আমরা তাঁদের আনতে চাই। […]
বাঙালিদের ওপর অত্যাচার নেমে আসছে মেঘালয়ে
Posted on Author নিজস্ব সংবাদদাতা
জাতপাত–বর্ণের ভেদাভেদের রাজনীতিতে তপ্ত হয়ে উঠল মেঘালয়। এবার খাসি ছাত্র সংগঠনের ঘোষণা, মেঘালয়ের সব বাঙালিই বাংলাদেশি। এই মন্তব্যের পর থেকে সেখানে ক্ষোভে ফুঁসতে শুরু করেছে বসবাসকারী বাঙালিরা।