রাজ্য

রাসমেলায় আগুন, হৃদরোগে আক্রান্ত রবীন্দ্রনাথ

একদিকে অগ্নিকাণ্ড, অন্যদিকে হৃদরোগে আক্রান্ত। এই সমস্যাবহুল পরিস্থিতি তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে। যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এবার রাসমেলায়।‌ রবিবারই কোচবিহারের রাসমেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফলে তটস্থ হয়ে পড়েছে প্রশাসনিক কর্তারা। সোমবার সেখানে যাওয়ার কথা রাজ্যের মুখ্যমন্ত্রীর। তার আগে কী করে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে রবীন্দ্রনাথ ঘোষ আক্রান্ত হলেন হৃদরোগে। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে দেখতে হাসপাতালে যান আইজি উত্তরবঙ্গ আনন্দ কুমার, পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে একটি দোকানের সিলিন্ডার থেকে আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। সোমবার যেখানে মুখ্যমন্ত্রীর সফর সেখানে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আর রবীন্দ্রবাবুকে রবিবারই কলকাতায় স্থানান্তরিত করা হবে। এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে কলকাতায় নিয়ে এসে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হবে।
পুলিশ সূত্রে খবর, সোমবার মুখ্যমন্ত্রী প্রথমে কোচবিহার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কর্মীসভা করবেন। তারপর সেখান থেকে যাবেন মদনমোহন মন্দিরে। তারপর রাসমেলার মাঠে যাওয়ার কথা তাঁর। যে সিলিন্ডার থেকে আগুন লেগেছে ইতিমধ্যেই তা বাজেয়াপ্ত করেছে দমকল। খতিয়ে দেখা হচ্ছে আর কোন কোন দোকানে এই ধরনের সিলিন্ডার বা ওভেন ব্যবহার করা হচ্ছে। বিপরীত দিকে, শুক্রবার সকালে কলকাতা থেকে কোচবিহার ফেরেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। পরিবার সূত্রে খবর, রাত ৩টে নাগাদ আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বুকে ব্যথা শুরু হয় তাঁর। বেশ কিছুক্ষণ পরও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।