আন্তর্জাতিক

রাশিয়ায় সহকর্মীর গুলিতে ৮ সেনা সদস্য নিহত

রাশিয়ায় সহকর্মীর গুলিতে আট জন সেনা সদস্য নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। দেশটির সেনাবাহিনী বলছে, গুলি চালানো সেনা সদস্য মানসিক সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সন্ধ্যায় রাশিয়ার পূর্বাঞ্চলের চিতা শহরের কাছে গোর্নি গ্রামের ৫৪১৬০ নম্বর মিলিটারি ইউনিটে এই ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির তদন্ত শুরু হচ্ছে। তদন্ত কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়ে উপপ্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে কারতাপোলভ বিমানযোগে ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রসঙ্গত, ২০০০ সালের মাঝামাঝির দিকে মানবাধিকার সংস্থাগুলো রুশ সেনাবাহিনীর ওপর যেসব অত্যাচার হয় তা তুলে ধরেছিল। তবে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা নির্মূলে রুশ সেনাবাহিনীর আধুনিকায়ন করা হচ্ছে।