ফের গুলি চলল দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে। সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে রবিবার রাতেও বিক্ষোভ চলছিল সেখানে। রবিবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেটের কাছে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রাতের অন্ধকারে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী গুলি চালিয়ে পালিয়ে যায় বলে জামিয়া কো–অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় জামিয়া নগর থানার ওসি’র নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে আসে।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়াদের নিয়ে গঠিত জামিয়া সমন্বয় কমিটির নেতৃত্বে রবিবার রাতেও এক দফা বিক্ষোভ দেখানো হয়। বিশ্ববিদ্যালয়ের বাইরে, ৫ নম্বর ফটকের কাছে সেই বিক্ষোভে পড়ুয়ারা ছাড়াও বহু মানুষ অংশ নিয়েছিলেন। গত চারদিনে দিল্লিতে এটি তৃতীয় গুলি চালানোর ঘটনা। গুলি চলানোর খবর চাউর হতেই লোকজন রাস্তার বাতিস্তম্ভের নীচে জড়ো হতে শুরু করেন। পুলিশ বিশ্ববিদ্যালয়ের ৫ নম্বর গেট এবং তার পার্শবর্তী এলাকায় তল্লাশি চালায়। তল্লাশিতে কোনও ব্যবহৃত কার্তুজের খোল পাওয়া যায়নি বলে পুলিশের দাবি। তবে যে স্কুটিতে করে দু্ষ্কৃতীরা এসেছিল তার নম্বর ১৫৩২ অথবা ১৫৩৪ বলে জামিয়া কো–অর্ডিনেশন কমিটি বিবৃতি দিয়ে জানিয়েছে।
বিক্ষোভের মুখে পড়ে পড়ুয়াদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে ৩০৭ ধারায় (খুনের চেষ্টা) এবং অস্ত্রআইনের ২৭ ধারায় এফআইআর দায়ের হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৫ ও ৭ নম্বর ফটক সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসিপি জগদীশ যাদব। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পুলিশের উপস্থিতিতেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আন্দোলনরত পড়ুয়াদের লক্ষ্য করে গুলি চালায় গোপাল নামে এক কিশোর। শনিবার শাহিনবাগে বিক্ষোভে হামলার ঘটনা ঘটেছিল। ফের জামিয়ায় গুলি চলল। কেন বারবার আন্দোলনের ওপর গুলি চালানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।